- কোরআনের ২০ টি বৈজ্ঞানিক ভুল সংকলন
১। সূর্য কর্দমাক্ত জলাশয়ে অস্ত যায় [১৮ঃ ৮৬]
২। এই পৃথিবী এবং মহাবিশ্ব ৬ দিনে সৃষ্টি [৭:৫৪]
৩। পৃথিবী আগে সৃষ্টি তারপর আকাশ [২ঃ২৯]
৪। পৃথিবী আর আকাশমণ্ডলী একসাথে মিশে ছিল [২১:৩০]
৫। সাতটি আকাশ এবং সাতটি পৃথিবী [৬৫:১২]
৬। আকাশের দরজা [১৫ঃ১৪]
৭। নিকটবর্তী আসমান তারকারাজি দ্বারা সুশোভিত [37:6]
৮। চন্ত্র দ্বিখণ্ডিত হয়েছিল [54:1]
৯। উল্কাপিন্ড শয়তান বিতাড়নের অস্ত্র [37:7,37:8]
১০। পৃথিবীকে বিছানা ও আকাশকে করেছেন ছাদ [2:22]
১১। আল্লাহই স্তম্ভ ছাড়াই আকাশমন্ডলীকে ঊর্ধ্বে তুলে রেখেছেন [13:2]
১২। কোরআনের বিবর্তন তত্ত্ব – আমি কাল শুষ্ক ঠনঠনে মাটির গাড়া থেকে মানুষকে সৃষ্টি করেছি। [15:26]
১৩। আল্লাহর নিকট ঈসার অবস্থা আদামের অবস্থার মত, মাটি দ্বারা তাকে গঠন করে তাকে হুকুম করলেন, হয়ে যাও, ফলে সে হয়ে গেল। [3:59]
১৪। তিনিই তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আর তাত্থেকে তার জোড়া সৃষ্টি করেছেন যাতে সে তার কাছে শান্তি পায়। [7:189]
১৫। কোরআনের অলৌকিক ভ্রূণতত্বঃ অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে। যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে। [86:5-7]
১৬। পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে। [96:2]
১৭। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, অতঃপর মাংসপিন্ডকে পরিণত করি হাড্ডিতে, অতঃপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান! [23:14]
১৮। গবাদিপশুর পেটে থাকে দুধ [16:66]
১৯। আর আমি তাদের অন্তরের উপর [হ্রদয়ে] এক আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা কুরআন বুঝতে না পারে । [17:46]
২০। লক্ষ্য কর, এরা নিজেদের বুক ঘুরিয়ে নেয় যাতে তারা তাঁর (অর্থাৎ আল্লাহর) থেকে লুকিয়ে থাকতে পারে। [১১ঃ৫]
