Dr. Zakir Nayek এর একটি বক্তব্য শুনেছিলাম। বেশ কয়েক হাজার দর্শকের সামনে তিনি বলছেন, পবিত্র কোরআন হলো ম্যানুয়াল বা instruction for use বা ‘ব্যবহারের জন্য nirdeshika’। ওনার বক্তব্য এরকম যে, একটা microwave কিনলে, microwave কিভাবে ব্যবহার করবেন সেটা বোঝানোর জন্য manufacturer একটি নির্দেশিকা পুস্তিকা আপনার হাতে ধরিয়ে দেন, ঠিক সেই রকম মহান ইশ্বর বা আল্লাহ, মানুষ বানানোর পর, মানুষ কিভাবে আচরণ করবেন তার ম্যানুয়াল বা নির্দেশিকা হিসাবে পবিত্র কোরআন প্রেরণ করেছেন।
বেশ কথা! সে নয় হলো!
কিন্তু একটা বিষয় বুঝলাম না। ধরুন samsung একটি microwave বানালো, এখন microwave কিভাবে আচরণ করবে, কতো সময় ধরে বা কিভাবে কোন খাবার গরম করবে, সেই instruction বা নির্দেশ কি microwave এর হাতে গুঁজে দেয়? নাকি microwave এর মধ্যেই সেই প্রোগ্রামিং নিহিত থাকে??? তাহলে মানুষ কিভাবে ব্যবহার করবে সেই প্রোগ্রামিং বা নির্দেশ মানুষের gene বা মস্তিষ্কের মধ্যেই নিহিত থাকা উচিত ছিল। কিন্তু দিয়েছেন একখানা নির্দেশিকা।
Microwave এর সাথে তুলনা করলে দেখা যাচ্ছে, যে microwave ব্যবহার করবে তার হাতে সেই নির্দেশিকা তুলে দেওয়া হয়। তাহলে পবিত্র কোরআন সত্যিই যদি একটি নির্দেশিকা হয়, তাহলে সেটি কার হাতে তুলে দেওয়া উচিত???