Fahim Muntasir Munna |
|
Register | Login | Refresh | Home |
fahim.muntasir.munna | Reg: March 14, 2025 |
Secular bloggers/ rights activists
Address: |
Gender: |
Religion: |
Date of birth: |
![]() | - | Fahim Muntasir Munnaইসলামের আগ্রাসন ও সাম্রাজ্যবাদ,22 Mar 2025 (1 month ago) |
একদিন কৌতুহলবশতঃ একজন মৌলভীকে জিজ্ঞাসা করলাম, ‘হুজুর, জান্নাতে কে যাবে?’
হুজুর বললেন, ‘একমাত্র মুসলমানরাই জান্নাত যাবে!’
তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কই যাবে?
হুজুর পুলকিত হাসি দিয়ে বললেন, ‘সব শালারা দোজখে যাবে!’
হুজুরকে কইলাম, ‘কোন মুসলমান বেহেস্ত যাবে – শিয়া না সুন্নী?’
হুজুর কহিল বেশক সুন্নী...
একদিন কৌতুহলবশতঃ একজন মৌলভীকে জিজ্ঞাসা করলাম, ‘হুজুর, জান্নাতে কে যাবে?’
হুজুর বললেন, ‘একমাত্র মুসলমানরাই জান্নাত যাবে!’
তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কই যাবে?
হুজুর পুলকিত হাসি দিয়ে বললেন, ‘সব শালারা দোজখে যাবে!’
হুজুরকে কইলাম, ‘কোন মুসলমান বেহেস্ত যাবে – শিয়া না সুন্নী?’
হুজুর কহিল বেশক সুন্নী বেহেস্ত যাবে!
আচ্ছা হুজুর সুন্নী তো দুই রকমের, মুকল্লিদ আর গের-মুকল্লিদ?
তাহলে কোন দল বেহেস্তে যাবে?
হুজুর কহিল অবশ্যই ‘মুকল্লিদ’
হুজুরকে কহিলাম মুকল্লিদের তো চার ভাগ। ওদের মধ্যে কে জান্নাতে যাবে?
হুজুর কহিল হানাফি যাবে জান্নাতে, আর কিছু?
না হুজুর মানে হানাফি’র তো দু’টো ভাগ- দেউবন্দী আর বেরেলবী? কৌতুহল ছিল তাই বললাম!
হুজুর বলল – ‘দেউবন্দী যাবে জান্নাতে!’
ধন্যবাদ হুজুর কিন্তু দেউবন্দীর দু’টো ভাগ- হায়াতি আর মমাতি। তো এদের মধ্যে কোন দেওবন্দী তা যদি একটু খুলে বলেন?
এরপর হুজুর আমার দিকে চোখ বড় করে তাকালেন, আমিও ভয়ে আর কোন প্রশ্ন করি নাই।
মনে মনে ভাবছি, আমাদের মুসলিমদের মধ্যে এতো ফ্যারকা কেন?
এই ফ্যারকা শুধু যে ইসলামে তা কিন্তু না, অন্যান্য ধর্মেও কম বেশি আছে। কিন্তু ইসলাম ধর্মে একটু বেশিই আছে।
একটা ধর্মের মধ্যেই যদি এত শ্রেণীবিন্যাস থাকে এবং এক শ্রেণী নিজেকে উন্নত মনে করে আর অপর শ্রেণি কে হেয় করে, তাহলে বুঝে নিন প্রতিটা শ্রেণীতেই এমন কিছু হাই ব্র্যান্ডেড অহংকারী মানুষ রয়েছে। কি পরিমান অহংকার থাকলে একটা মানুষ বিচার বিবেচনা ভবিষ্যৎ কোন কিছু না জেনেই কে বেহেস্তে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা হাই লেভেলের কনফিডেন্টের সাথে প্রচার করে।
তারা আবার রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখে, দাবী রাখে, আন্দোলন করে! কি ভয়ংকর! ভাবা যায়!
ধর্ম রাষ্ট্রের অংশ সত্য, কিন্তু কথিত ধর্ম দিয়ে রাষ্ট্র চলে কিনা সে তর্কে যাব না, কিন্তু এটা না বলে পারছি না যে ধার্মিক ছদ্মবেশী এসব বকধার্মিকরা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াই যেভাবে জন্ম ও পোশাক দেখে মানুষকে বিচার করে তাদের চিন্তা ও কথার বন্দুক দ্বারা একটা স্বাধীন মানুষকে আক্রমণ করতে পারে, সুযোগ পেলে শারীরিক আক্রমণ করতেও দ্বিধা করে না, রাষ্ট্র যদি সত্যিই একবার এদের হাতে যায়, এরা কি সত্যিই দেশের শান্তি বজায় রাখবে? যারা কিনা নিজের ধর্মের লোক কেই নির্যাতন থেকে রেহাই দেয় না তারা অন্য ধর্মালম্বীদেরকে শান্তিতে থাকতে দেবে এটা কখনোই আশা করা যায় না।
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | - | Fahim Muntasir Munnaবাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা, মাদরাসায় বলৎকার ও ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন,22 Mar 2025 (1 month ago) |
* ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ভার্জিন ছাত্রীকে ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসী দলের সোনার ছেলে “জসিমউদদীন মানিক” এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।
*...
* ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ভার্জিন ছাত্রীকে ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসী দলের সোনার ছেলে “জসিমউদদীন মানিক” এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।
* দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েকভাগ করে সিলেটের বদরুল, খাজিদার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে। বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয়নি।
* ২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি হয়নি।
* সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি।
* ১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী, ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও, ফাঁসি কিন্তু হয়নি।
* কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।
* গত কয়েকবছর আগে দেখলাম ৩ বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়, সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।
* এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই, কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।
* আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?
ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলাঙ্গার।
* আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড।
রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
* চীন: কোনো কের্ট ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর সোজা মৃত্যুদন্ড।
*পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড।
* মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া।
* বাংলাদেশেও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই
| 2 |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | - | Fahim Muntasir Munnaউগ্রপন্থীদের আন্দোলন, বৈষম্য নীতি ও ধর্মীয় গোঁড়ামি, ব্লগার ও মুক্তচিন্তার নিপীড়ন, মত প্রকাশের দমন, মানবাধিকার লঙ্ঘন,22 Mar 2025 (1 month ago) |
এই যে সম্প্রতি বইমেলার তসলিমা নাসরিনের বই কে উপলক্ষ করে যে ঘটনাটা ঘটলো, তা নিয়ে আসেন কিছু আলোচনা করি। আমার কিছু মতামত ও যুক্তি ব্যক্ত করি।
এবার বইমেলায় সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে বলে প্রতিবাদের ডাক দিয়ে...
এই যে সম্প্রতি বইমেলার তসলিমা নাসরিনের বই কে উপলক্ষ করে যে ঘটনাটা ঘটলো, তা নিয়ে আসেন কিছু আলোচনা করি। আমার কিছু মতামত ও যুক্তি ব্যক্ত করি।
এবার বইমেলায় সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে বলে প্রতিবাদের ডাক দিয়ে কিছু লোক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো, তাতে ভয়ংকরভাবে প্রভাবিত হয়ে একদল লোক তাদের পাশবিক আচরণ চরিতার্থ করলো। কিভাবে?
এরা স্টলের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি, অস্রব্য শব্দ প্রয়োগ, স্টল ভাঙচুর এবং স্টলে উপস্থিত থাকা লেখক শতাব্দী ভব কে সেখানে উত্তম মধ্যম দিতে শুরু করলো। প্রথমত এটা নিশ্চয়ই কোন মানবতামূলক কাজ নয়। পশুর মতন আচরণ বিধায় “পাশবিক” শব্দটি প্রয়োগ করা।
কেউ অন্যায় করলে প্রতিবাদ করো, তখন “পাশবিক” কথাটি আসেনা। কিন্তু অকারনে এ ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়, কোন ধর্মগ্রন্থের আলোকে তো নয়ই। কমবেশি সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে সেলফ ডিফেন্স এর কথা অর্থাৎ আত্মরক্ষা করো, বলা হয় নাই আগ বাড়াইয়া পিটাইতে যাও।
শুধুমাত্র মতের মিল, বিশ্বাসের মিল না থাকাকে কখনো অন্যায় বলা যায় না। মানুষের অধিকার লঙ্ঘন হলে তখন সেটা হয় অন্যায়। তাহলে সে অর্থে তসলিমা নাসরিন এখানে কি অন্যায়টা করল! সে একটা গল্পের বই লিখেছে, সেটা প্রকাশিত হয়েছে, বইমেলায় একটা স্টলে নিরিবিলি শান্তিতে বইটি বিক্রির জন্য রাখা হয়েছে। কারো পাকা ধানে সে তো মই দিতে যায় নাই। এই বইটি পড়ার জন্য কিংবা কেনার জন্য যদি জনসাধারণকে জোর জবরদস্তি বা অত্যাচার করা হতো তাহলে অন্যায়ের প্রশ্ন থাকতো এবং তার প্রতিবাদস্বরূপ ঐ বিক্ষুব্ধ জনতার আচরণকে মেনে নেয়া যেত। অথচ একটি শান্তিপূর্ণ পরিবেশ কে এভাবে অশান্তির বাগান বানিয়ে ঠিক কতজন তাদের জান্নাতের টিকিট কনফার্ম করতে পারলো আমার জানা নেই।
এবার খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই। আল্লাহ তথা সৃষ্টিকর্তা নিজ ইচ্ছায় গন্ধম ফলের গাছ সৃষ্টি করে জান্নাতে সাজিয়ে রেখেছিলেন অথচ সে গাছের ফল ছিল অপবিত্র এবং নিষিদ্ধ। কিন্তু তার অবস্থান ছিল জান্নাতে। কি বুঝলেন? আবার দেখেন, সয়ং আল্লাহ তিনি কিনা ইবলিস শয়তান কে দিলেন তার চাহিদা মত শক্তি, ক্ষমতা দিলেন মানুষের শিরায়-উপশিরায় চলাচলের।
কেন? কি প্রয়োজন ছিল? বলেন?
আল্লাহ তো ভালো করেই জানতেন এসব নেগেটিভ জিনিসের উপস্থিতি থাকলে মানুষ তাতে প্রলোভিত হবার আশঙ্কা থাকবে। তবুও তিনি এসব নেগেটিভ শক্তি, বস্তু সৃষ্টি করলেন। কারণ তিনি এসবের দ্বারাই মানুষকে পরীক্ষা করতে চান। মানুষ ফেরেস্তাদের মত প্রোগ্রাম করা নয় যে শুধুমাত্র ভালোর দ্বারা আকৃষ্ট হবে, চাইলেও তারা গুনাহ করতে পারবে না। মানুষ কি করবে সেটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন, এমন ক্ষমতা দিয়েই মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ভালো খারাপ দুটো পাশাপাশি থাকবে, যেমনটা সৃষ্টির শুরু থেকেই ছিল। পাশাপাশি দুটো অপশন থাকার পরেও আমরা কোনটা গ্রহণ করব সেটাই আমাদের দুনিয়াবী পরীক্ষা। এখন আপনার বা সমাজের বা ধর্মের দৃষ্টিতে যেটা নেগেটিভ সেটা যাতে আপনার পরিবার, তরুণ সমাজ ও নতুন প্রজন্ম গ্রহণ না করে বর্জন করে, ফলো না করে এড়িয়ে চলে, সেই দীক্ষা দিন, সেই শিক্ষায় তাদের গড়ে তুলুন,নিজের পরিবার থেকে শুরু করুন। এসব নেগেটিভ এলিমেন্ট আপনি চাইলেও সমাজ তথা দেশ থেকে উৎখ্যাত করতে পারবেন না, বরং আপনার এই চেষ্টার মানে হচ্ছে ক্লাসের পরীক্ষার সিস্টেমটাই রাখবো না, যাতে কেউ চাইলেও ফেইল করতে না পারে। বিষয়টা কি তাই হলো না ?
কুরআনে বহুল ব্যবহৃত একটি বাক্য হচ্ছে, “তোমরা বাড়াবাড়ি করো না”।
ফাহিম মোনতাসির মোন্না
| 3 |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | - | Fahim Muntasir Munnaবাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা, বৈষম্য নীতি ও ধর্মীয় গোঁড়ামি, মানবাধিকার লঙ্ঘন,22 Mar 2025 (1 month ago) |
আবু ত্বহা মুহাম্মদ আদনান ওনাকে সবাই চিনেন। ওনার অগনিত মুরীদ। উনি একজন মহা ভাগ্যবান লোক! ওনার বউ যখন কোন মাহরাম ছারাই একা একা ঘুরে বেরিয়েছেন, কেন্দে কেটে শত ক্যামেরার সামনে বলেছেন, আমার জামাই কই? জামাই কই?
সেদিন কেউ ওনার বউরে *****...
আবু ত্বহা মুহাম্মদ আদনান ওনাকে সবাই চিনেন। ওনার অগনিত মুরীদ। উনি একজন মহা ভাগ্যবান লোক! ওনার বউ যখন কোন মাহরাম ছারাই একা একা ঘুরে বেরিয়েছেন, কেন্দে কেটে শত ক্যামেরার সামনে বলেছেন, আমার জামাই কই? জামাই কই?
সেদিন কেউ ওনার বউরে ***** করে দেয় নাই।। আহ কপাল! ওদিকে উনি লুকিয়ে লুকিয়ে আশেয়ে ছিলেন প্রথম বউয়ের কাছে, আর দ্বিতীয় বউ মাহারাম ছাড়া রাস্তায় রাস্তায় কেন্দে বেড়াইছে। ও আচ্ছা, ঐ বউ নাকি আবার আরেক জনের বউ ছিল, সেই অবস্থায় ওনার বউ হইছিল।। এমন আলোচনাও কিন্তু বাজারে এসেছে।
এই লোকের মায়ের ভাষ্য অনুযায়ী, এই লোক কে চিপায় ফেলে দ্বিতীয় স্ত্রী বিয়ে করেছে। মানে উনি হানি ট্রাপে পড়েছে। বলিকি! ওনার ঘরে বউ থাকা অবস্থায় উনি হানি ট্রাপে ক্যামনে পড়লেন? তাও আবার নাকি আরেক জনের বউএর হানি ট্রাপে? জেনাহ! ব্যাভিচার এর ফতোয়া ওনার জন্য নাই ওনার কাছে?
এই গার্ভেজ ছাপরি কে নিয়ে আমি কোনদিন আমার টাইমলাইনে লিখিনি, আজ লিখছি।। এই ছাপরির কাছে কোন মেয়ে নিরাপদ না। আই রিপিট, এই ছাপরির কাছে কোন মেয়ে নিরাপদ না। এই ছাপরির মুরীদদের কাছেও মেয়েরা নিরাপদ না। এই ছাপরির মুরীদ রা এই ছাপরির এই বক্তব্য সমর্থন করে, তারা পটেনশিয়াল রেপিস্ট!
মুতার জায়গা দেখলেই গুতা মারার সেন্স ছাড়া যাদের মস্তিষ্ক মননে আর কিছু নাই, সেইসব ধর্মান্ধদের সাথে কুকুরের কোন পার্থক্য নেই। দেশ আর দেশ নাই, এর চাইতে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলার নিরাপত্তাহীন ক্যাম্পে কিংবা রাস্তায় থাকা নারীরাও বেশি সুরক্ষিত। এমন দেশে ইউনুস কেন! সোজা ট্রাম্প এসে বসলেও এই সকল অযৌক্তিক নোংরা মৌলবাদ বক্তব্য ও ধর্মের জাল থেকে কারো মুক্তি নেই যেখানে মানবতা বলে কিছু নেই। শয়তানও হার মেনেছে এই মৌল সমাজের কাছে।
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | - | Fahim Muntasir Munnaমুহাম্মদ সম্পর্কিত (বিপক্ষে), মুহাম্মদকে হত্যাকান্ড, মুহাম্মদের দ্বারা হত্যাকান্ড, মুহাম্মদের যৌনজীবন,14 Mar 2025 (2 months ago) |
ইসলাম সম্পর্কে মুসলমানদের কাছে ২০টি প্রশ্ন :
১। ইসলাম কেমন ধর্ম, যার প্রবর্তক ছিলো একজন বিয়ে পাগলা বুড়ো?
ইসলাম সম্পর্কে মুসলমানদের কাছে ২০টি প্রশ্ন :
১। ইসলাম কেমন ধর্ম, যার প্রবর্তক ছিলো একজন বিয়ে পাগলা বুড়ো?
“কারণ মুহম্মদদের ছিলো স্ত্রী ২০ জন। স্ত্রীদের নাম- খাদিজা, সাউদা, আয়েশা, উম্মে সালমা, হাফসা, জুয়াইরিয়া, উম্মেহাবিবা, সাফিয়া, মায়মুনা বিনতে হারিথ, ফাতিমাহ, কুত্যাইলা বিনতে কায়েস, সানা বিনতে সুফিয়া, জয়নব বিনতেখুজাইমা, শারাফ বিনতে খলিফাহ, গাজিয়া বিনতে জাবির, আসমা বিনতে নোমান, মুলায়কা বিনতে দাউদ, আল শানবাবিনতে আমর, আল আলিয়াহ, আমর বিনতে ইয়াজিদ।”
খাদিজা ছাড়া মুহম্মদ এই বিয়েগুলো করেছিলো ৫০ থেকে ৬২ বছরের মধ্যে অর্থাৎ বুড়ো বয়সে।
২। ইসলাম কেমন ধর্ম, যার প্রবর্তকের এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও তাকে আরো ৩ জন যৌনদাসী বা রক্ষিতা রাখতে হতো?
“রক্ষিতাদের নাম- মারিয়া, রাইহানা, খাওলা বিনতে হুদাইল।”
৩। ইসলাম কেমন সভ্য ধর্ম, যার প্রবর্তক ৯ বছর বয়সী এক ঋতুচক্রবিহীন শিশুকে (আয়েশা) বিয়ের নামে ধর্ষণ করে?
৪। ইসলাম কেমন ধর্ম, যার প্রবর্তক শুধু যৌনকামনার জন্য নিজের পুত্রবধূকে বিয়ে করে ?
“পালক পুত্র জায়েদের স্ত্রী জয়নব।”
৫। ইসলাম কেমন নীতির ধর্ম, যার প্রবর্তক ছিলো একজন ডাকাত সর্দার?
“মুহম্মদ মদীনায় পালিয়ে যাওয়ার পর, তার অনুসারীদের নিয়ে একটি লুটেরা বাহিনী গঠন করে তাদের দ্বারা মদীনার পাশদিয়ে যাওয়া কুরাইশদের বাণিজ্য কাফেলায় হামলা করে ধন-সম্পদ লুঠপাট করে নিয়ে আসার জন্য পাঠাতো। মুহম্মদনিজেও এরকম কয়েকটি লুঠপাটে অংশ নিয়েছিলো।”
৬। ইসলাম কেমন ধর্ম, যার প্রবর্তক একজন খুনী-সন্ত্রাসী?
“মুহম্মদ মদীনায় যাওয়ার পর তিন কবিকে গুপ্ত ঘাতক পাঠিয়ে খুন করায়। একদিনে, কুরাইজা গোত্রের ইহুদিদের প্রায় ৮০০ পুরুষকে খুন করায়। এছাড়াও মুহম্মদের হামলা আক্রমনে তার জীবদ্দশাতেই আরবে প্রায় ১ হাজার জন নিহত হয়। পরবর্তীতে মুসলমানদের হাতে সমগ্র পৃথিবীতে এই খুনের সংখ্যা প্রায় ৬০ কোটি।”
৭। ইসলাম কেমন মানবতার ধর্ম, যাতে যুদ্ধের পর পরাজিতদের সম্পদ লুঠ করতে এবং তাদের মেয়েদের বন্দী করে তাদের ধর্ষণ করতে উৎসাহিত করা হয়?
“অতএব তোমরা যা কিছু ধন মাল লাভ করেছো, তা খাও, তা হালাল এবং তা পবিত্র।- [1]”
৮। ইসলাম কেমন ধর্ম, যার প্রবর্তক লুঠপাটের মালের ২০% কমিশন খায়?
“আর তোমরা জেনে রাখো যে, তোমরা যে গনিমতের মাল লাভ করেছো, তার এক পঞ্চমাংশ আল্লাহ, তার রসূল এবংআত্মীয়-স্বজন, ইয়াতিম মিসকিন ও পথিক মুসাফিরদের জন্য নির্দিষ্ট।- [2]”
৯। ইসলাম কেমন ধর্ম, যার আল্লা নিজেও লুঠপাটের মালের ভাগ খায়?
“এই গনিমতের মাল তো আল্লা এবং তার রসূলের। -[3]”
১০। ইসলাম কেমন ধর্ম, যাতে পুরুষদেরকে ৪টি বিয়ের অনুমতি দিয়ে মেয়েদেরকে সতীনের সংসারের যন্ত্রণার মধ্যে ফেলে?
১১। ইসলাম কেমন নীতির ধর্ম, যাতে দাসীদেরকে সাথে সেক্স করা বৈধ?
“নিজেদের স্ত্রী ছাড়া এবং সেই সব মহিলাদের ছাড়া, যারা তাদের দক্ষিন হস্তের মালিকানাধীন আছে, এই ক্ষেত্রে নিজেদেরলজ্জাস্থান হেফাজত না করলে তারা ভর্ৎসনা যোগ্য নয়।- [4]”
১২। ইসলাম কেমন ধর্ম, যেখানে বিয়েটা একটা ছেলে খেলা?
“তোমরা যখন মহিলাদের বিয়ে করবে, তারপর স্পর্শ করার পূর্বেই তালাক দেবে, তখন তোমাদের দিক হতে তাদের কোনোইদ্দত পালনের প্রয়োজন হবে না।- [5]”
“তোমরা নিজেদের স্ত্রীদের স্পর্শ করার কিংবা তাদের জন্য মোহরানা নির্দিষ্ট করার পূর্বেই তাদেরকে তালাক দিলে কোনো দোষনেই।-[6]”
১৩। ইসলাম কেমন নারীকে মর্যাদা দানকারী ধর্ম, যাতে চাইলেই স্ত্রীদেরকে তালাক দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে তাদেরজীবনকে বিপন্ন করা যায়?
“তালাক দুবার। অতঃপর হয় সোজসুজি স্ত্রীকে ফিরিয়ে নেবে, অন্যথায় সঠিক পন্থায় বিদায় করে দিবে।- [7]”
১৪। ইসলাম কেমন সাম্যের ধর্ম, যাতে বিদ্যা-বুদ্ধি, সাক্ষী, সম্পত্তির ভাগ – সকল পরিস্থিতিতে একজন পুরুষের সমানদুইজন নারী ? [8]
“”এটা যদি যুক্তিসংগত হয়, তাহলে রহিম, করিম নামের দুজন অখ্যাত সাধারণ মুসলমান = শেখ হাসিনা। বাস্তবতা কি তাইবলে?””
১৫। ইসলাম কেমন প্রগতিশীল ধর্ম, যা নারীর নেতৃত্বকে স্বীকারই করে না?
“সে জাতি কখনোই সফলকাম হবে না, যারা তাদের শাসনভার কোনো নারীর হাতে অর্পন করে।- [9]”
১৬। ইসলাম কেমন নারীর সর্বোচ্চ মর্যাদা দানকারী ধর্ম, যা বউ পেটানোর অনুমতি দেয় ?
“কোনো পুরুষ কোন কারণে তার স্ত্রীকে প্রহার করেছে, সে ব্যাপারে তাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না।- [10]”
১৭। ইসলাম কেমন শালীন ধর্ম, যাতে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতির মাধ্যমে ইনসেস্ট সেক্সের অনুমতি দেয়?
“যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে, এই ধরণের সেক্সের ফলে জন্মানো বাচ্চা প্রায় ক্ষেত্রেই মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে।”
১৮। ইসলাম কেমন মানবতার ধর্ম, যেখানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনের কোনো অনুমতিই নেই?
“ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চাইলে কখনো তা গ্রহণ করা হবে না।-[11]”
১৯। ইসলাম কেমন শান্তির ধর্ম, যাতে ইসলাম গ্রহন না করলে অমুসলিমদেরকে নির্বিচারে হত্যার আদেশ দেয়?
“মুশরিকদের হত্যা কর যেখানেই তাদের পাও এবং তাদের ধরো, ঘেরাও করো এবং তাদের প্রতিটি ঘাঁটিতে তাদের খবরাখবরনেওয়ার জন্য শক্ত হয়ে বসো। অতঃপর তারা যদি তওবা করে, নামায কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তাদেরকে তাদেরপথ ছেড়ে দাও।-[12]”
২০। ইসলাম কেমন মহাশান্তির ধর্ম, যাতে পৃথিবীর প্রতিটি মানুষ ইসলাম গ্রহন না করা পর্যন্ত, তাদের সাথে যুদ্ধ করার নির্দেশদেয়?
“তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো, যতক্ষণ না ফেতনা চুড়ান্তভাবে শেষ হয়ে যায় ও দ্বীন কেবলমাত্র আল্লার জন্যনির্দিষ্ট না হয়।-[13]”
প্রশ্নের কোনো শেষ নেই। এরকম কয়েক শত প্রশ্ন করতে পারি। লেখা ছোট রাখার জন্য এখানেই শেষ করলাম। কোনোমুসলমানের যদি ক্ষমতা থাকে, তাহলে যেন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যায়। কমেন্টে শুধু গালাগালি করা আর ইসলামসম্পর্কে কিছু না জেনে এসব লিখেছি, এসব বলে কোনো লাভ নেই। কারণ, আমার ইসলাম সম্পর্কে যে জ্ঞান, কোনোবাঙ্গালি মুসলমানের সেই জ্ঞান নেই, এ ব্যাপারে আমি নিশ্চিত।
| 2 |
About...
This user may not about to share anything with others
TOTAL POST VIEW : | |||
TOTAL LIKES : | |||
TOTAL COMMENTS : | |||
TOTAL POST : | 5 | ||
TOTAL INCOME : |
| ||
PRESENT BALANCE : |
| ||
TOTAL CASH-OUT : |
|